যশোর পৌর পার্কের পুকুরে ডুবে ফারহান তানভীর শুভ (১৮) নামে এক ক্যাডেট কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজের ১০ ঘণ্টা পর শুক্রবার (২৩ জুলাই) রাত ২টার দিকে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

শুভ ঝিনাইদহ ক্যাডেট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও যশোর শহরের আরবপুর এলাকার বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আকরাম হোসেনের ছেলে।

জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে পৌর পার্কের পুকুরে গোসল করতে নামে ফারহান তানভীর শুভ। এরপর পুকুরের পানিতে তলিয়ে যায় সে। খবর পেয়ে বিকেলে উদ্ধার অভিযান শুরু করে যশোর ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ডুবুরি দল। রাত ২টার দিকে তানভীর শুভর মরদেহ উদ্ধার করা হয়।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আজিজুল হক জানান, রাত ২টার দিকে ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাহিদ হাসান/এসকেডি