শিশু সানাউল্লাহ ও জান্নাতুল ইসলাম মাওয়া

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবসে কিশোরগঞ্জে ডোবার পানিতে ডুবে সানাউল্লাহ (২) ও দেড় বছর বয়সী জান্নাতুল ইসলাম মাওয়া নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ছয়না গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সানাউল্লাহ ওই গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে এবং জান্নাতুল ইসলাম মাওয়া শাহজাহান মিয়ার মেয়ে। নিহতরা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশু সানাউল্লাহ ও জান্নাতুল ইসলাম মাওয়া পরিবারের সবার অজান্তে হেঁটে ও হামাগুড়ি দিয়ে বাড়ির বাইরে গিয়ে খেলতে থাকে। কোনো এক সময় ঘরের পেছনে রাস্তার পাশের ডোবার পানিতে পড়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুই ভাই-বোনের মরদেহ দেখে তাদের বড় দুই ভাই-বোন শোকে জ্ঞান হারালে তাদেরকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আজ ২৫ জুলাই প্রথমবারের মতো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস পালিত হচ্ছে।⁠

এসকে রাসেল/আরএআর