পুলিশকে ছুরিকাঘাত করে পালাল আসামি
আহত এসআই মঞ্জুরুল হক
কিশোরগঞ্জের নিকলীতে চুরির মামলার সন্দেহজনক দুই আসামিকে ধরতে গিয়ে আসামি ও তাদের স্বজনদের হামলায় মঞ্জুরুল হক নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। সোমবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের দরগাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত এসআই মঞ্জুরুল হককে উদ্ধার করে রাতেই কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে নিকলী সদর ইউনিয়নের দরগাহাটি গ্রামে চুরির মামলায় সন্দেহজনক আসামি শাওন (২২) ও শরিফকে (২৪) ধরতে যায় পুলিশ। এ সময় আসামি ও তাদের স্বজনরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। একপর্যায়ে শাওন এসআই মঞ্জুরুল হককে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
খবর পেয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তাহমিদ আহম্মেদ চৌধুরী ও বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিজ্ঞাপন
নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় শাওন, তার বাবা শাহাবুদ্দিন ও মাকে গ্রেপ্তার করা করা হয়েছে। এ ব্যাপারে নিকলী থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে মঙ্গলবার (১২ জানুয়ারি) চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মামলা করেছেন।
আরএআর