সোমবার (২৬ জুলাই) থেকে চাঁদপুরের সড়কগুলোতে রিকশা চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে জরিমানার পাশাপাশি প্রয়োজনে গ্রেফতারও করা হবে। রোববার (২৫ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ভার্চুয়াল সভায় জেলায় করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, জেলায় করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। বরং দিন দিন এর প্রকোপ বাড়ছে। করোনা আক্রান্ত ও মারা যাওয়ার সংখ্যা বাড়ছে। এরপরও জেলার বেশির ভাগ মানুষই অসচেতন। আর এই অসচেতনতা এখন বেশির ভাগ পরিলক্ষিত হচ্ছে, শিক্ষিত-সচেতনদের মধ্যে। কোনো কারণ ছাড়া সচেতনরা ঘর থেকে বের হচ্ছেন।রিকশা চলাচল করার সুযোগে এক রিকশায় ৩-৪ জন বসছেন। এই অবস্থায় কোনোভাবেই রিকশা চলাচল করতে দেওয়া যাবে না।

জেলা প্রশাসক বলেন, এখন থেকে জেলা শহর, পৌর এলাকা এবং অন্যান্য পৌরসভা এলাকাসহ অতিরিক্ত লোকসমাগম এলাকাগুলোতে রিকশা চলাচল বন্ধ করা হলো। সোমবার (২৬ জুলাই) থেকে এটি আরও কঠোর করা হবে। শুধুমাত্র রোগী আনা নেওয়া ছাড়া কোনো রিকশা সড়কে চলাচল করতে পারবে না। আর উপযুক্ত কারণ ছাড়া ঘর থেকে বের হলে জরিমানা এমনকি গ্রেফতারও করা হবে।।

তিনি আরও বলেন, এই পরিস্থিতির আলোকে এই কঠোর সিদ্ধান্ত ছাড়া কোনো উপায় নেই। আমি আশা করি, এই বিব্রত পরিস্থিতির শিকার না হতে এবং করোনা আক্রান্ত থেকে নিজেকে রক্ষা, পরিবারকে রক্ষা এবং অন্যকে বাঁচাতে ঘরে অবস্থান করুন। আর আপনারা যারা কর্মহীন হবেন, যদি খাদ্য সংকটে পড়েন, তাহলে খাদ্য সহায়তা পেতে ৩৩৩ নম্বরে ডায়াল করবেন। আপনার ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে। 

তিনি বলেন, প্রত্যেক উপজেলা নির্বাহী, পৌর মেয়রসহ আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তারা কন্ট্রোল রুমের ব্যবস্থা করবেন। জনপ্রতিনিধিরাও যোগাযোগ রক্ষা করে চলবেন। নতুন করে যে বরাদ্দ আসছে, তার ছাড় ২/১ দিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। যার যার বরাদ্দ, সেটি দিয়ে দেওয়া হবে। আপনারা সুষ্ঠু বণ্টন করবেন।

শরীফুল ইসলাম/এসপি