হবিগঞ্জের আজমিরীগঞ্জে রান্নার আগুনে দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল ইসলাম। 

স্থানীয়রা জানান, আজমিরীগঞ্জ বাজারের আবাসিক এলাকার রাজ্জাক মিয়ার বাসায় রোববার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের পাশের বাসায়ও ছড়িয়ে পড়ে। এতে দুটি বাসা আগুনে পুড়ে যায়। 

ফায়ার সার্ভিস আসার আগেই দুটি বাসার প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, রান্না ঘর আগুনের সূত্রপাত হয়েছে। আজমিরীগঞ্জে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় বানিয়াচং উপজেলা থেকে আসতে আসতেই আগুনে সব পুড়ে গেছে। 

মোহাম্মদ নুর উদ্দিন/ওএফ