বেড়াতে গিয়ে নিখোঁজ, ২ দিন পর নদীর তীরে মিলল মরদেহ
বেড়াতে যাওয়ার উদ্দেশে দুদিন আগে বাড়ি থেকে বের হন খলিলুর রহমান (২০) নামে এক রংমিস্ত্রি। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বাংড়া গ্রামের করতোয়া নদীর তীরবর্তী জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।
খলিলুর রহমান (২০) এইচএসসি পাস করার পর করোনার কারণে রংমিস্ত্রির কাজ শুরু করেন। তিনি গাড়ীদহ মধ্যপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
বিজ্ঞাপন
নিহতের পরিবার সূত্রে জানা যায়, খলিলুর রহমান এইচএসসি পাস করার পর করোনার কারণে এক বছর ধরে রংমিস্ত্রির কাজ করছেন। এর আগেও সে ছোটখাট কাজ করে পড়াশোনা করত। দুদিন আগে সে বাড়ি থেকে বেড়াতে যাওয়ার উদ্দেশে বের হয়। আজ সকালে করতোয়া নদীর ধারে খলিলের মরদেহ স্থানীয়রা দেখতে পায়। মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, করতোয়া নদীর তীরবর্তী জঙ্গল থেকে খলিলুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
সাখাওয়াত হোসেন জনি/এসপি