রাজশাহীজুড়ে করোনায় আরও ১৭ জনের মৃত্যু
রাজশাহী বিভাগজুড়ে প্রাণঘাতী করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩ জন, নাটোরে ৩ জন, সিরাজগঞ্জে দুজন, বগুড়ায় একজন এবং নওগাঁয় একজন করে প্রাণ হারিয়েছেন।
গত এক দিনে আরও ৯০৮ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ পর্যন্ত বিভাগজুড়ে করোনা শনাক্ত হয়েছে ৭৯ হাজার ২০৩ জনের। এর মধ্যে মারা গেছে ১ হাজার ২৫০ জন।
বিজ্ঞাপন
বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসাবে, এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৮৫৫ জন। এর মধ্যে এক দিনে সুস্থ হয়েছেন ৮৮৩ জন। একই দিনে হাসপাতালে এসেছেন ১৬৭ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১১ হাজার ৬৯ জন।
সোমবার (২৬ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৮৮৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
বিজ্ঞাপন
এর মধ্যে ২৬৭ জন রাজশাহী জেলার বাসিন্দা। এ ছাড়া পাবনায় ২০২, বগুড়ায় ১৭০, নাটোরে ১৪১, সিরাজগঞ্জে ৮৮, নওগাঁয় ২১, জয়পুরহাটে ১২ এবং চাঁপাইনবাবগঞ্জে ৭ জনের করোনা ধরা পড়েছে।
এ পর্যন্ত বিভাগে করোনায় প্রাণহানি ঘটেছে ১ হাজার ২৫০ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩ জন, নাটোরে ৩ জন, সিরাজগঞ্জে দুজন, বগুড়ায় একজন এবং নওগাঁয় একজন করে প্রাণ হারিয়েছেন। এই দিন জয়পুরহাট এবং পাবনা জেলায় করোনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এ পর্যন্ত বগুড়ায় ৫২৭, রাজশাহীতে ২৩০, চাঁপাইনবাবগঞ্জে ১৩৬, নওগাঁয় ১১৬, নাটোরে ১০৬, সিরাজগঞ্জে ৫৪, জয়পুরহাটে ৪৮ এবং পাবনায় ৩৩ জন মারা গেছেন।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ১ জুলাই ১৭ জন, ২ জুলাই ১৭ জন, ৩ জুলাই ১৯ জন, ৪ জুলাই ৮ জন, ৫ জুলাই ১২ জন, ৬ জুলাই ২৪ জন, ৭ জুলাই ১৪ জন, ৮ জুলাই ১১ জন, ৯ জুলাই ২২ জন, ১০ জুলাই ১০ জন, ১১ জুলাই ২৩ জন, ১২ জুলাই ২১ জন, ১৩ জুলাই ২২ জন, ১৪ জুলাই ১২ জন, ১৫ জুলাই ১৭ জন, ১৬ জুলাই ৮ জন, ১৭ জুলাই ১৩ জন, ১৮ জুলাই ১৬ জন, ১৯ জুলাই ১২ জন, ২০ জুলাই ৯ জন, ২১ জুলাই ৯ জন, ২২ জুলাই ৬ জন, ২৩ জুলাই ৫ জন, ২৪ জুলাই ১৩ জন এবং ২৫ জুলাই ১৮ জন মারা গেছেন।
ফেরদৌস সিদ্দিকী/এনএ