চাঁদপুরে সর্বোচ্চ শনাক্তের দিনে ৫ জনের মৃত্যু
চাঁদপুরে নতুন করে ২২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে রোববার (২৫ জুলাই) শনাক্ত হয়েছিল ১৮০ জন। জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৩৪৭ জন। এ সময় করোনা ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে চাঁদপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ বলেন, সোমবার আরটিপিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৫৫০ জনের নুমনা পরীক্ষা করে ২২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৭০ জন, ফরিদগঞ্জে ২০, হাজীগঞ্জে ২৫, কচুয়ায় ৩২, মতলব উত্তরে ২, মতলব দক্ষিণে ২০, শাহরাস্তিতে ৪৪ ও হাইমচরে ১৯ জন রয়েছেন।
বিজ্ঞাপন
জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬১ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৬০ জন, ফরিদগঞ্জে ২৬ জন, হাজীগঞ্জে ২৪ জন, শাহরাস্তিতে ২০ জন, কচুয়ায় সাতজন, মতলব উত্তরে ১৩ জন, মতলব দক্ষিণে ৯ জন ও হাইমচরে তিনজন রয়েছে।
জেলায় এখন পর্যন্ত ২ হাজার ৬৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে হাসপাতালে ৬৮ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৯৯৬ জন।
বিজ্ঞাপন
শরীফুল ইসলাম/এসপি