কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ৬৮১ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৬০ জন। জেলায় মোট মারা গেছেন ১৪০ জন। এদিন সুস্থ্য হয়েছেন ৯৪ জন।

সোমবার (২৬ জুলাই) রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন। মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন পুুরুষ ও একজন নারী। তারা সদর উপজেলার একজন পুরুষ (৮৫), হোসেনপুর উপজেলার একজন নারী (৫৫) ও কটিয়াদী উপজেলার একজন পুরুষ (৭০) বাসিন্দা ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, কিশোরগঞ্জে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৬০ জন। তাদের মধ্যে ৬ হাজার ২৭৭ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাকিরা আইসোলেশনে কিংবা হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় শিশু, যুবকসহ বিভিন্ন বয়সের ১৪০ জনের মৃত্যু হয়েছে।

শনাক্ত, সুস্থ ও মৃত্যু সব সূচকেই জেলার মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা শীর্ষে অবস্থান করছে। জেলার একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

এসকে রাসেল/এসএম