বাগেরহাটে ২৪ ঘণ্টায় ৩৫৪ নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন দুইজন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৫২ জন। মোট মারা গেছেন ১২০ জন।

সুস্থ হয়েছেন ৪ হাজার ৮২৬ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৯২৬ জন। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য জানান।

আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৩৪ জন, কচুয়ায় ৪, চিতলমারী ৮, ফকিরহাটে ৮, মোল্লাহাটে ১৪, রামপালে ১১, মোংলায় ৯, মোরেলগঞ্জে ৪ এবং শরণখোলা উপজেলায় ৯ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে ২৪ ঘণ্টায় ৩৫৪ নমুনা পরীক্ষায় ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন দুইজন। এই অবস্থায় সবাইকে আরও বেশি সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

তানজীম আহমেদ/এমএসআর