ব্যাংক কর্মকর্তার বিয়ে কাণ্ড!
আব্দুল বাতেন রাজিব
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ৫ দিনের ব্যবধানে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে শাশুড়ির অভিযোগের ভিত্তিতে আব্দুল বাতেন রাজিব (২৭) নামে এক ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (২৬ জুলাই) হাতিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের শুন্যচর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
রাজিব হাতিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের চর কৈলাস গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পূবালী ব্যাংকের বসুরহাট শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত।
বিজ্ঞাপন
পুলিশ জানা যায়, গত ২২ জুলাই হাতিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের চর কৈলাস গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে আব্দুল বাতেন রাজিবের সঙ্গে তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামের ডা. আলী আকবর হোসেনের মেয়ে তাছলিমা আকতার শিউলির বিয়ে হয়। তাছলিমা আকতার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মৎস্য বিভাগে কর্মরত আছেন।
অপরদিকে, গত ২৬ জুলাই হাতিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের শুন্যচর গ্রামের মাস্টার আব্দুল আলিম রুবেলের মেয়েকে বিয়ে করার কথা জানতে পারেন প্রথম স্ত্রীর মা হোসনে আরা বেগম। এরপর তার অভিযোগের ভিত্তিতে ওই গ্রাম থেকে পুলিশ রাজিবকে আটক করে।
বিজ্ঞাপন
এ ঘটনার পর মঙ্গলবার (২৭) সকালে শাশুড়ি হোসনে আরা বেগম বাদী হয়ে জামাতা আব্দুল বাতেন রাজিব ও তার বড় ভাই আজিম উদ্দিনকে আসামি করে হাতিয়া থানায় মামলা করেছেন। সেই মামলায় রাজিবকে গ্রেফতার দেখানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ঢাকা পোস্টকে বলেন, প্রথম স্ত্রীর মায়ের অভিযোগে আব্দুল বাতেন রাজিবকে আটক করা হয়। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে তাকে হাজতে পাঠানো হয়েছে।
হাসিব আল আমিন/এমএএস