ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে ৭৭ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১৬৫ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৮ জুলাই) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

সিভিল সার্জন মাহফুজার বলেন, ২৪ ঘণ্টায় জেলায় ২৬০টি নমুনা পরীক্ষা করে ৭৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে সদর উপজেলা ২ জন (৮৫ ও ২৮ বছর, পুরুষ) রানীশংকৈল উপজেলায় ১ জন (৬০ বছর, পুরুষ) ও হরিপুর উপজেলায় ২ জন (৭০ ও ৫৫ বছর, পুরুষ)।

তিনি আরও বলেন, আমাদের জেলায় এখনো মানুষ সচেতন হচ্ছে না। বেশ কিছুদিন একটু কম ছিল মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। আজ আবারও ৫ জনের মৃত্যু হয়েছে। এখনো মানুষকে মাস্ক পরতে দেখা যায় না। এটা জেলার জন্য বিপজ্জনক। আমাদের সচেতন হতে হবে।

ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত ৫ হাজার ৫১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ২১২ জন ও মৃত্যুবরণ করেছেন ১৬৫ জন।

মো. নাহিদ রেজা/এনএ