সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে ৬৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫২৭ জনে। ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪ জন। বর্তমানে সাতক্ষীরায় করোনা আক্রান্ত রোগী রয়েছে ১ হাজার ১৮৮ জন। তাদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ১৩ জন ও বেসরকারি হাসপাতালে ১৩ জন চিকিৎসাধীন আছেন। বাকিরা হোম আইসোলেশনে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মৃতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের শামসুর রহমান (৮৫), তালা উপজেলার মাগুরা গ্রামের শেফালী মন্ডল (৮৫), গোয়ালপোতা গ্রামের মাতারা চরন (৭০), ইসলামকাটি গ্রামের সুমনা খাতুন (১৫) ও দেবহাটা উপজেলার বড়খান্ডা গ্রামের গঙ্গা সরকার (৫৩)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৯ জন। নতুন করে ভর্তি হয়েছেন ৩৪ জন।

আকরামুল ইসলাম/এমএইচএস