বরিশাল বিভাগে ১৩ জনের মৃত্যু, আক্রান্ত ৮৫৪
বরিশাল বিভাগের তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে আটজন এবং করোনায় পাঁচজন মারা গেছেন। এ সময়ে শনাক্ত হয়েছে ৮৫৪ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৬০ শতাংশ।
বুধবার (২৮ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ২৮৮ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ হাজার ২৬৫ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৫৩ জন। ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছে ১৫২ জন।
পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছে ১৬৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৫১ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৭৩ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫৯৯ জন।
বিজ্ঞাপন
ভোলায় নতুন ১৭৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৩ হাজার ৪০২ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৩০ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২৯২ জন।
পিরোজপুরে নতুন ৬৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২১০ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬৯ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৪ জন।
বরগুনায় নতুন ৭২ জন শনাক্ত নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪৬ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৬৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৫ জন।
ঝালকাঠিতে নতুন ৮১ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৫৪ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৫৫ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৮৭২ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে আটজন উপসর্গ নিয়ে এবং তিনজন করোনা রোগী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন। এ ছাড়া মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করোনা রোগী মৃত্যুবরণ করেছেন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ২৯ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ২৯১ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ১২৩ জনের করোনা পজিটিভ, ১৬৮ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ১১৪ জন পজিটিভ ও ৬৬ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।
প্রসঙ্গত, এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ২০ জনের। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ছিল ৫০ শতাংশ। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ৮২২ জনের।
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে বুধবার (২৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছে ৩১ হাজার ৪২৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪২ জন এবং সুস্থ হয়েছেন ১৮ হাজার ৪৬৫ জন।
সৈয়দ মেহেদী হাসান/এসপি