টানা বর্ষণের ফলে তলিয়ে গেছে কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন এলাকা। এতে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিপাড়া থেকে দুইজনের ও পালংখালী থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মরদেহগুলো পরিচয় জানাতে পারেনি প্রশাসন।

তবে ধারণা করা হচ্ছে, গেল ২৪ ঘণ্টায় তারা ভেসে গিয়ে নিখোঁজ ছিল। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, পাহাড়ি ঢলে ভেসে যাওয়া তিনজনের লাশ উদ্ধার হয়েছে। গেল ২৪ ঘণ্টা তারা নিখোঁজ ছিল। রাজাপালংয়ে দুইজন ও পালংখালীতে একজনের লাশ পাওয়া গেছে। পরিচয় নিশ্চিত হয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মুহিববুল্লাহ/এমএসআর