শৌখিন মৎস্য শিকারির বড়শিতে এবার এক কেজি ওজনের দেড় ফিট লম্বা আকৃতির বিরল প্রজাতির একটি বাওস (বাঙ্গোশ) মাছ ধরা পড়েছে।

বুধবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের পন্টুনের পাশে ফাঁকা জায়গায় বড়শি ফেলে মাছটি ধরেন স্থানীয় শৌখিন মৎস্য শিকারি আইনদ্দীন। এ সময় বিরল প্রজাতির এ মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করেন।

মাছটি সম্পর্কে আইনদ্দীন বলেন, শখের বসে মাছ ধরি। বড়শিতে মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের মাছ ধরা পড়লেও বাঙ্গোশ মাছ আজই প্রথম। মাছটি অনেক সুস্বাদু তাই পরিবারের সবাইকে নিয়ে রান্না করে খাব।

গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, আঞ্চলিক ভাষায় এটিকে বাঙ্গোশ বললেও মূলত এই মাছের নাম বাওস । এটি সামুদ্রিক মাছ। সমুদ্রতীরবর্তী অঞ্চলে এসব মাছ মাঝেমধ্যে ধরা পড়ে। বাওস মাছ প্রায় ২০ কেজি পর্যন্ত হয় এবং অনেক সুস্বাদু ও দামি হয়।

মীর সামসুজ্জামান/এমএএস