দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা। মৌসুমি লঘুচাপের কারণে সাগর উত্তাল হয়ে ওঠায় মাছ না ধরেই উপকূলে ফিরে আসছেন তারা।  

বুধবার (২৮ জুলাই) বিকেলে হাতিয়ার বিভিন্ন ঘাট ঘুরে দেখা যায়, ঘাটগুলোতে আশ্রয় নিয়েছে শত শত ট্রলার। মাছ ধরতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা। 

নলচিরা ঘাটে নোঙর করে থাকা ট্রলারের জেলে হানিফ মাঝি ঢাকা পোস্টকে বলেন, ‘এমনিতেই ৬৫ দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে নেমেছি। গতবারের চেয়ে এবারে অনেক কম মাছ পাচ্ছি। এদিকে আবহাওয়া এত খারাপ, যে সাগরে থাকতে না পেরে ঘাটে ফিরতে হয়েছে।’

বঙ্গোপসাগর থেকে ফিরে আসা জেলে মারুফ মাঝি ঢাকা পোস্টকে বলেন, ‘তিন-চারদিন সাগরে জাল ফেলেছি, মাছ তেমন নাই। হঠাৎ মঙ্গলবার সন্ধ্যায় পানি খুব উত্তাল হয়ে ওঠে। একসময় ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে আমরা দ্রুত কূলের দিকে চলে আসি।’

চেয়্যারম্যান ঘাটের আড়তদার মো. হামিদ মিয়া ঢাকা পোস্টকে বলেন, ‘৬৫ দিনের নিষেধাজ্ঞার শত শত জেলে মাছ ধরতে গিয়েছিল। বৈরী আবহাওয়ার কারণে তারা এখন ফিরে এসেছে।’

চেয়্যারম্যান ঘাটের মৎস্য আড়ত সমিতির সভাপতি আকতার মিয়া ঢাকা পোস্টকে বলেন, সাগরে মাছ ধরা যে ট্রলারগুলো ছিল সেগুলো তীরে ফিরতে শুরু করেছে। কিছু ট্রলার তীরে নোঙর করেছে। অন্য ট্রলারগুলোও দ্রুত সময়ের মধ্যে ফিরে আসবে বলে জানান তিনি।

হাসিব আল আমিন/এমএসআর