ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত দেড় মাস বন্ধ থাকার পর অবশেষে চালু করা হয়েছে অ্যাম্বুলেন্স সেবা। বুধবার (২৮ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে নতুন অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন সংসদ সদস্য জুয়েল আরেং। একই সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি অক্সিজেন সিলিন্ডারও হস্তান্তর করেন তিনি।

জানা গেছে, গত ৮ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির একমাত্র অ্যাম্বুলেন্স বিকল হয়ে যায়। এতে রোগীরা পড়েন চরম বিপাকে। সীমান্ত উপজেলার মানুষ চিকিৎসার জন্য ময়মনসিংহে যেতে দুর্ভোগের মধ্যে পড়তে হয়।

অধিক খরচে ভাড়ায় চালিত গাড়ি দিয়ে রোগীদের আনা-নেওয়া করতে হতো। ওই অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সেটির জন্য নতুন একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হয়। বন্ধ থাকা অ্যাম্বুলেন্স সেবাটি ফের চালু হওয়ায় খুশি হয়েছেন স্থানীয়রা।

এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত সভায় জানানো হয়, হালুয়াঘাট থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত অ্যাম্বুলেন্স ভাড়া সরকারি হিসেবে ১ হাজার ৮০ টাকা খরচ পড়বে রোগীদের।

উপস্থিত ছিলেন ইউএনও রেজাউল করিম, টিআইচও ডা. মুনির আহমেদ, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, ওসি মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম প্রমুখ।

উবায়দুল হক/এমএসআর