রাঙ্গামাটির রাজবন বিহারের ক্ষুধার্ত বানরদের খাবার দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (২৮ জুলাই) সকাল দশটায় রাজবন বিহার প্রাঙ্গণে এ খাবার দেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসাসহ অন্যরা। জেলা প্রশাসকের দেওয়া খাবারের মধ্যে ছিল মিষ্টি কুমড়া ও মটরশুটি।

করোনায় কঠোর বিধিনিষেধে বিহারে পূণ্যার্থী প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বিহার থাকে প্রায় শূন্য। পূণ্যার্থী না আসায় খাবার সংকটে পড়ে বিহার এলাকায় অবস্থান নেয়া সহস্রাধিক বানর। পূণ্যার্থীদের দেওয়া খাবার ও বৌদ্ধ ভিক্ষুদের উচ্ছিষ্ট খাবার খেয়ে বেচেঁ থাকে বানরগুলো। এরই মাঝে বিকিরণ চাকমা নামে বিহারের এক উপাসক প্রতি শুক্রবারে বানরদের খাবার দেয়।

রাজবন বিহার কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা বলেন, জেলা প্রশাসকের এমন উদ্যোগকে স্বাগত জানাই আমরা। জেলা প্রশাসক আমাদের বানরগুলোর খাদ্যের জন্য আবেদন করতে বলেছে। আমার দ্রুততম সময়ের মধ্যে আবেদন করব। এভাবে বানরগুলোকে বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি বিহারের বানরগুলো খাদ্য সংকটে আছে। তাই আজ আমরা খাবার দিলাম। বিহার কমিটিকে বলেছি আবেদন করতে। তাদের আবেদন পেলে এ ধরনের খাদ্যসহায়তা অব্যাহত রাখা হবে।

মিশু মল্লিক/এমএএস