সাতক্ষীরায় চিকিৎসাধীন ৬ জনের মৃত্যু
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন আরও ছয়জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
এ নিয়ে জেলায় করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৩৩ জন ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪ জন।
বিজ্ঞাপন
মৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাপড়া গ্রামের রিনা আক্তার (৩০), কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের রাবেয়া খাতুন (৭৫), পাইকড়া গ্রামের মর্জিনা বেগম (৫০), সাতক্ষীরা শহরের রসুরপুর এলাকার রত্না অধিকারী (২৮), সদর উপজেলার বৈকারী গ্রামের আমকুরা (৪৫) ও ধুমঘাট গ্রামের মোস্তাফিজুর রহমান (৫০)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে ১৯২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১২ জনের শরীরে করোনা পজিটিভ, অন্যরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।
বিজ্ঞাপন
২৪ ঘণ্টায় মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকা ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন। নতুন করে ভর্তি হয়েছেন ২৭ জন, জানান তিনি।
আকরামুল ইসলাম/এনএ