কুমিল্লায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। ২ হাজার ৪০১ নমুনা পরীক্ষা করে রেকর্ড ৯৬৪  জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯ দশমিক ৪১ শতাংশ। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৯৬৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ২৮১ জন, আদর্শ সদরের ৩১, সদর দক্ষিণের ১৯, বুড়িচংয়ের ৫১, ব্রাহ্মণপাড়ার ৩৮ জন রয়েছেন।

এছাড়া চান্দিনার ১৭ জন, চৌদ্দগ্রামের ৬৬, দেবিদ্বারের ৩৫, দাউদকান্দির ৯০, লাকসামের ৫৯, লালমাইয়ের ১১, নাঙ্গলকোটের ৪৩,  বরুড়ার ৪৪, মনোহরগঞ্জের ২৮, মুরাদনগরের ৮৪, মেঘনার ২১, তিতাসের ১৪ ও হোমনা উপজেলার ৩২ জন রয়েছেন।  

২৪ ঘণ্টায় জেলায় করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরুড়ার ৩ জন, চান্দিনার ২ জন, সিটিতে ২ জন, সদর উপজেলায় ২ জন, দেবিদ্বার, মুরাদনগর, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোটে একজন করে মারা গেছেন।

সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, এখন পর্যন্ত কুমিল্লায় ২৭ হাজার ৩২৮ জনের করোনা শনাক্ত হয়। করোনায় মারা গেছেন ৬৯৯ জন।

এমএসআর