যশোর জেনারেল হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৩৪ জনে। এদিকে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৯ জন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যশোরে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪০ নমুনা পরীক্ষা করে ২৭৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৪৮৬ জনে।

এর মধ্যে যশোর সদর উপজেলায় ১৯৫ জন, কেশবপুরে আটজন, ঝিকরগাছায় ১৪ জন, অভয়নগরে ১৬ জন, মনিরামপুরে পাঁচজন, বাঘারপাড়ায় সাতজন, শার্শায় ১২ জন ও চৌগাছায় ২২ জন রয়েছেন।

এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে জানানো হয়েছে, আজ যশোরের ১ হাজার ১২১ নমুনা পরীক্ষা করে ২২৪ জনের পজিটিভ শনাক্ত হয়।

জাহিদ হাসান/এমএসআর