ফরিদপুরে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় ৪ এবং উপসর্গে ৩ জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৩৭৩ জন।
এই সময়ে ৫২০ নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৮২ জনের। শনাক্তের হার ৩৫ শতাংশ। এ নিয়ে ফরিদপুরে ১৭ হাজার ৪০৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। করোনা শনাক্ত হয়ে মৃত্যু হওয়া চারজন হলেন ফরিদপুর শহরের রেহানা বেগম (৩৮), সালথার রোকেয়া বেগম (৬৫) ও নূর জাহার বেগম (৬৫) এবং মাদারীপুরের আব্দুল আলী অকন (৭০)।
ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ১৪৪ জনের মধ্যে ভাঙ্গায় ২৬ জন, বোয়ালমারীতে ২, চরভদ্রাসনে ৬, সদরে ৭৬, মধুখালীতে ১৩, নগরকান্দায় ২, সদরপুরে ১৪ ও সালথায় ৪ জন রয়েছেন। আর বাকি ৩৮ জন জেলার বিভিন্ন উপজেলার হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে শনাক্ত হয়েছে।
বিজ্ঞাপন
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৯ জুলাই দুপুর পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ২৭৬ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৬ জন। সুস্থ হয়েছেন ৭০ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৩৭৩ জন।
এমএসআর