চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে ৫ দিনে করোনাভাইরাস ও উপসর্গে ৪৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল শুক্রবার (৩০ জুলাই) সকালে এ তথ্য জানান।

এদিকে চাঁদপুরে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়। এছাড়া ওই দিন ৬১১ নমুনায় শনাক্ত হয়েছেন ২৯২ জন। আক্রান্তের হার ৪৭ দশমিক ৭৯ শতাংশ।

ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, হাসাপাতালে করোনা ওয়ার্ডে রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে যে সব রোগীকে আনা হচ্ছে, সবার শারীরিক অবস্থা খুব খারাপ। রোগীর চাপ বেশি থাকায় অক্সিজেনেরও কিছুটা সংকট রয়েছে।

চাঁদপুর সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, চাঁদপুরে বৃহস্পতিবার (২৯ জুলাই) পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে ৪৩ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েই মারা গেছেন ১৬৫ জন।

সিভিল সার্জন আরও বলেন, দু-এক দিনের মধ্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু হওয়ায় কথা রয়েছে। এটি চালু হলে অক্সিজেন সংকট দূর হবে। এই সময়টা খুবই ভয়াবহ যাচ্ছে। তাই সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

শরীফুল ইসলাম/এমএসআর