নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেন। 

একরামুল করিম চৌধুরীর ছেলে সাবাব চৌধুরী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, গতকাল বিকেলে বাবার শারীরিক দুর্বলতা দেখা দেয়। তিনি খাবার খেতে পারছিলেন না এবং কিছু খেলে বমি করছিলেন। তাই জরুরিভাবে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সাবাব চৌধুরী আরও বলেন,  বাবা এখন ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন। গতকাল এবং আজ উনাকে কোনো খাবার দেওয়া হয়নি। উনাকে শুধু স্যালাইন দিয়ে রাখা হয়েছে। আমার বাবার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চাই।

হাসিব আল আমিন/আরএআর