সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক মো. মনির হোসেন

সাভারে সংবাদ সংগ্রহে গিয়ে মো. মনির হোসেন নামে এক চিত্র সাংবাদিক মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। 

আটকরা হলেন, রবিউল (৩২) ও আব্দুস সোবহান (৪৫)। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শুক্রবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক শফিউল্লাহ। বিকেলে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকার আমিন মডেল টাউনে এ হামলার ঘটনা ঘটে।

মো. মনির হোসেন সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক হিসেবে সাভার উপজেলায় হিসেবে কর্মরত। তিনি জানান, আশুলিয়ার ওই এলাকায় ৫২ জন মিলে অবৈধভাবে একটি নয়তলা ভবন নির্মাণ করেছেন। ভবনের ফুটেজ সংগ্রহের সময় ১০ থেকে ১২ জন অতর্কিত হামলা চালান।পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় উদ্ধার হয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। 

সাভারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং আশুলিয়া প্রেস ক্লাবের সদস্যরা হামলাকারীদের কঠোর শাস্তি দাবি করেছেন।

অনুমোদনহীন ভবন এবং হামলাকারীদের আটকের বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল্লাহ শিকদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাহিদুল মাহিদ/আরএইচ