ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কঠোর বিধিনিষেধের মধ্যে চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা ব্রিজে ঘুরতে আসায় ৬৫ জনকে মোট ১৬ হাজার দুইশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করেন।

জানা গেছে, কঠোর বিধিনিষেধ অমান্য করে চুয়াডাঙ্গায় নির্মাণাধীন মাথাভাঙ্গা ব্রিজে প্রতিদিনের মতো শুক্রবারও অনেকে ঘুরতে আসেন। সন্ধ্যার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে অনেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। 

পরে দুই পাশ থেকে ঘিরে ফেলে ৬৫ জনকে আটক করা হয়। এরপর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬৫ জনকে মোট ১৬ হাজার দুইশ টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে মাথাভাঙ্গা ব্রিজে বাতাস খেতে এসেছিলেন তারা। বিধিনিষেধ না মেনে অহেতুক ঘোরাঘুরি করায় ৬৫ জন দর্শনার্থীকে জরিমানা করা হয়েছে।

আফজালুল হক/আরএইচ