কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিয়েছে আরও তিনজনের প্রাণ। এ সময় ৬১১ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ১৪ জনের। জেলায় মোট মারা গেছেন ১৫৩ জন। এ দিন সুস্থ হয়েছেন ৩৩ জন।

শুক্রবার (২৮ জুলাই) রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিনজনের মধ্যে দুজন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্যজন নিজ বাড়িতে মারা গেছেন। মারা যাওয়া তিনজনই পুরুষ। তারা সদর উপজেলা, হোসেনপুর এবং ভৈরব উপজেলার বাসিন্দা।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, কিশোরগঞ্জে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৭৩ জন। তাদের মধ্যে ৬ হাজার ৫৩৯ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাকিরা আইসোলেশনে কিংবা হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় শিশু, যুবকসহ বিভিন্ন বয়সের ১৫৩ জনের মৃত্যু হয়েছে।

শনাক্ত, সুস্থ ও মৃত্যু― সব সূচকেই জেলার মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা শীর্ষে অবস্থান করছে। জেলার একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

এসকে রাসেল/এসপি