১২ দিন পর চালু হলো বাংলাবান্ধা স্থলবন্দর
মুসলমান ধর্মালম্বীদের ধর্মীয় বড় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হলো বাংলাবান্ধা স্থলবন্দর। শনিবার (৩১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন।
জানা যায়, পবিত্র ঈদুল আজহা ও সরকারি ছুটি সমন্বয়ে করে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে চারটি দেশের সঙ্গে পাথরসহ সব ধরনের পণ্য আমদানি-রফতানির বাণিজ্য ১৯ জুলাই (সোমবার) থেকে ৩০ জুলাই (শুক্রবার) পর্যন্ত মোট ১২ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
১২ দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি রফতানির কার্যক্রম পুনরায় চালু হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বলেন, ১২ দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দর পুনরায় চালু হয়েছে। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত হয়েছে।
বিজ্ঞাপন
ভারত, নেপাল ও ভুটান থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশ থেকেও ভারতে ট্রাক প্রবেশ করছে বলে জানান তিনি।
মো. রনি মিয়াজী/এনএ