বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে
টাঙ্গাইলে পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে আব্দুল কুদ্দুস (৬৫) নামে এক বাবা খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলে লুৎফরকে আটক করেছে পুলিশ। শনিবার (৩১ জুলাই) সকালে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের ভিতর শিমুল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুস ভিতর শিমুল গ্রামের মৃত মইদুল্লাহর ছেলে। পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (৩০ জুলাই) রাতে পারিবারিক বিষয় নিয়ে কুদ্দুস ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাতেই তার স্ত্রী বাড়ি থেকে চলে যান। এ ঘটনায় পরদিন শনিবার সকালে ছেলে তার মাকে বাড়িতে দেখতে না পেয়ে বাবার কাছে জিজ্ঞাসা করেন। এতে ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে ধারালো অস্ত্র দিয়ে বাবা কুদ্দুসকে কুপিয়ে হত্যা করেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, এ ঘটনায় জড়িত ছেলে লুৎফরকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
অভিজিৎ ঘোষ/আরএআর