লাল শাপলার রাজ্য বড়বিলা
লাল শাপলার বিল বড়বিলা
বলা হয়-‘হাওর, জঙ্গল, মইষের শিং- এ নিয়ে ময়মনসিং। শুধু কি হাওর-জঙ্গল? না, ছোট বড় অনেক খাল-বিলও আছে প্রাচীন এ জেলায়। দেশের সবচেয়ে বড় বদ্ধ জলাশয় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের ‘বড়বিলা’। ৩২৬ একর এলাকাজুড়ে থাকা বিলটি জেলাবাসীর কাছে ব্যাপকভাবে পরিচিত পেয়েছে লাল শাপলার স্বর্গরাজ্য হিসেবে।
আশ্বিন-কার্তিক মাসের শুরু থেকে পুরো শীতকাল জুড়েই বিলে থাকে অসংখ্য শাপলা। দূর থেকে ফুল দেখলে মনে হয় লাল আর সবুজের মাখামাখি। সবুজ পাতায় ঢাকা পড়া বিস্তীর্ণ জলরাশির ওপর হাজারো রঙিন শাপলা বিছিয়ে রেখেছে তার আপন রূপ। তাইতো বিলের পরতে পরতে কেবলই যেন চোখ ঝলসানো লাল রঙের মেলা। পাড়ে দাঁড়িয়ে থাকা নৌকায় চড়ে বিলের ভেতরে ঢুকলে মনে হয় যেন বাতাসের তালে তালে শাপলারা নেচে নেচে হাসিমুখে অভ্যর্থনা জানাচ্ছে!
বিজ্ঞাপন
বড়বিলায় ঘুরতে আসা ফারহানা শিকদার নামে এক দর্শনার্থী বলেন, একসঙ্গে এত শাপলা ফুল ফোটার দৃশ্য আগে কখনও দেখিনি। আগে অল্পসংখ্যক দেখেছি, কিন্তু এখানে এসে এতগুলো ফুল দেখে খুব আনন্দ লাগছে। এত সুন্দর জায়গা না আসলে বুঝতেই পারতাম না।
তাসনিম সেঁজুতি নামে এক তরুণী বলেন, আমরা সাধারণত যারা শহরের দিকে থাকি তারা আসলে প্রকৃতি বা গ্রামীণ মানুষের জীবন খুব একটা বুঝতে পারি না। আর মেয়েদের কাছে ফুল বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ও ভিন্ন এক অনুভূতি তৈরি করে। সেজন্য ফুলের সমাহার দেখার জন্য এই জায়গায় আসা উচিত।
বিজ্ঞাপন
মমিনুর রহমান নামে আরেকজন দর্শনার্থী বলেন, আমাদের দেশের বিভিন্ন স্থানে এমন সৌন্দর্য আছে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই বড়বিলা। এখানে যে কি পরিমাণ ফুল তা কেউ না আসলে বুঝতে পারবে না। যতদূর চোখ যাচ্ছে মনে হচ্ছে লাল-সবুজের মাঝখানে আমরা আছি। চোখ ধাঁধানো এ বিল দেখতে গ্রুপ করে প্রতি বছরই এখানে চলে আসি। বিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করলে মন প্রফুল্ল হয়ে ওঠে।
জানা গেছে, রাতে ফুটতে থাকা শাপলা সকালে রোদ ওঠার পর চুপসে যেতে থাকে। সেজন্য শাপলা ফুলের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে ভোরেই আসতে হবে বড়বিলায় যেতে হবে।
বড়বিলায় যেতে প্রথমে ময়মনসিংহ শহর থেকে ৩২ কিলোমিটারের পথ ফুলবাড়িয়া উপজেলা সদরে যেতে হবে। সেখান থেকে ১০ কিলোমিটার দূরে কেশরগঞ্জ বাজার থেকে আরও তিন কিলোমিটার দূরত্বে সামনে পড়বে বাবুলের বাজার। সেখান থেকে বাম দিকে কাচা রাস্তা ধরে তিন মিনিট হেঁটে সামনে এগুলেই বড়বিলার এই শাপলার স্বর্গের দেখা পাওয়া যাবে। বিলপাড়েই নৌকা বাঁধা থাকে। চাইলেই ২০০-২৫০ টাকায় ঘণ্টা চুক্তিতে বিল ঘুরে দেখা যাবে।
আরএআর