লকডাউ‌নের ম‌ধ্যে পোশাক ও শিল্প কলকারখানায় শ্রমিক‌দের যোগদা‌নের জন্য যাতায়া‌তের সহজতর কর‌তে গণপ‌রিবহন চালু ক‌রায় টাঙ্গাই‌লে মহাসড়‌কে ২০ কি‌লো‌মিটারজু‌ড়ে রাত থে‌কে থে‌মে থে‌মে চল‌ছে যানবাহন।

এদিকে রোববার (১ আগস্ট) সকাল থে‌কে উত্তর ও প‌শ্চিমাঞ্চ‌লগামী লে‌নে প‌রিবহ‌ন চলাচ‌লে বে‌শি চাপ ‌ছি‌ল। এ‌তে ভোর থে‌কে কিছুক্ষণ পর পর বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ ও প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে যাওয়ায় কোথাও কোথাও যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়।

ত‌বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টাঙ্গাইল অং‌শে উত্তরবঙ্গগামী প‌রিবহ‌নের চাপ বে‌শি ছিল। ফ‌লে ধীরগ‌তি‌তে চলাচল ক‌রে‌ছে উত্তর ও প‌শ্চিমাঞ্চ‌লের প‌রিবহন। এ‌তে বে‌শিসংখ্যক গণপ‌রিবহন চলাচল না করায় মানুষ অল্প টাকায় খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে যাতায়াত কর‌তে দেখা গে‌ছে।

দুপু‌রের পর টাঙ্গাই‌লের রাবনা বাইপাস থেকে মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত সড়‌কের উত্তরবঙ্গগামী লে‌নে প‌রিবহ‌নের ধীরগ‌তি র‌য়ে‌ছে। ত‌বে স্বাভা‌বিক র‌য়ে‌ছে ঢাকামু‌খী যানবাহন চলাচল।
 
জানা গে‌ছে, মহাসড়‌কে যানবাহ‌নের চাপ বে‌ড়ে যাওয়ায় ও সেতুর দুই পা‌ড়ে যানজ‌ট সৃ‌ষ্টি হওয়ায় রোববার ভোর থে‌কে সকাল পর্যন্ত ক‌য়েক দফা বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ রাখা হয়। এ‌তে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়েন যাত্রীসহ চালকরা। 

যাত্রীরা জানায়, ভোর থে‌কেই মহাসড়‌কে যানবাহ‌নের প্রচুর চাপ র‌য়ে‌ছে। ত‌বে মহাসড়‌কে দূরপাল্লার গণপ‌রিবহন কম। আন্তঃজেলার বাস বে‌শি চলাচল কর‌ছে। এ‌তে স্বাভা‌বিক সম‌য়ের চে‌য়ে দিগুণ ভাড়া নি‌চ্ছে প‌রিবহন চালকরা। ফ‌লে কম টাকায় খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে দাঁড়ি‌য়ে মানুষজন কর্মস্থ‌লে যা‌চ্ছে। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অন্য যানবাহ‌নের পাশাপা‌শি মহাসড়কে গণপরিবহন চলাচল কর‌ছে। কর্মস্থ‌লে ফেরা মানুষ মাইক্রোবাস, পণ্যবাহী ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনে গন্ত‌ব্যে যা‌চ্ছে।

অভিজিৎ ঘোষ/এমএসআর