সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিনে চিকিৎসাধীন আরও আটজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে সোমবার (২ আগস্ট) বেলা ১১টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। তারা করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

এ ছাড়া নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭২ জন। এ নিয়ে জেলায় করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৫০ ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন।

মৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আমিনা খাতুন (৫০), নারায়ণপুর গ্রামের রমেছা খাতুন (৫৭), শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের জাহানারা বেগম (৫৫), গুমনতলী গ্রামের কলিমুল্লাহ্ সরদার (৯০), কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের লতিফ দফাদার (৭৫), তালা উপজেলার পাঁচরোখী গ্রামের সাজ্জাত আলী (৬০), তালা সদরের আইফুন বেগম (৬৫) ও দেবহাটা উপজেলার কুড়া গ্রামের মোমিনুর রহমান (৩৫)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১২ জনের শরীরে করোনা পজিটিভ বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।

এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২২ জন, নতুন করে ভর্তি হয়েছেন ৩০ জন।

আকরামুল ইসলাম/এনএ