শেরপুরে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪ জনে। মৃতের হাড় ২ দশমিক ৪ শতাংশ। নতুন করে আরও ১৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়।

এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬২৭ জনে। শনাক্তের হার ১৭ শতাংশ। সোমবার (২ আগস্ট) সকাল ১১টায় ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আবুল কাশেম মোহাম্মদ আনওয়ারুর রউফ।

সিভিল সার্জন আরও জানান, শেরপুরের জেলা সদর হাসপাতালের ল্যাবে ১৭০ নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে শেরপুর সদরে ২১ জন, শ্রীবরদীতে ১২ জন, নালিতাবাড়ীতে ১৩ জন, নকলাতে ৯ জন ও ঝিনাইগাতীতে ৬ জন রয়েছেন।

অপরদিকে ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো ৬৩ নমুনার মধ্যে ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ২ হাজার ৬৬০। বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৯৩ জন। জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন ৫২ জন।

জাহিদুল খান সৌরভ/এমএসআর