ওয়াজ শুনে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
হবিগঞ্জের বাহুবলে আলমগীর হোসেন (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ জানুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
নিহত আলমগীর পুটিজুরি ইউনিয়নের আহমদরপুর গ্রামের আফতাই মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ১০টার দিকে নিহত আলমগীর পার্শ্ববর্তী উপজেলার বরচর গ্রামের মাঠে ধর্মীয় ওয়াজ মাহফিল শেষে বাড়িতে ফিরছিল। বাহুবল উপজেলার বাংলাবাজারে পৌঁছালে মোটরসাইকেল ছেড়ে কয়েকজন যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, সম্প্রতি মগকান্দি গ্রামের একটি ওরসে আকাশ নামে এক যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হয়তো এ ঘটনার জেরেই তাকে হত্যা করা হয়েছে।
বিজ্ঞাপন
বাহুবল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলমগীর কবির বলেন, নিহতের সঙ্গে তার বন্ধুদের তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে।
এসপি