করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় গাজীপুরে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৩৪৩ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে গাজীপুরে মোট মারা গেছেন ৩৪৪ জন। আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৯০ জন এবং সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৪৪ জন।

সিভিল সার্জন মো. খায়রুজ্জামান সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান, এ পর্যন্ত গাজীপুরে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৬ হাজার ২৪২ জনের। এর মধ্যে করোনার সংক্রমণ দেখা দিয়েছে ১৯ হাজার ৯০ জনের। নতুন চানরজনসহ করোনায় মারা গেছেন ৩৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ১৯৮ জন, কাপাসিয়ায় ৭২ জন, শ্রীপুরে ৩৩ জন, কালিয়াকৈরে ২২ জন এবং কালীগঞ্জে ১৮ জন রয়েছেন।

এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ১১ হাজার ৭০৭ জন। এছাড়া শ্রীপুরে ২ হাজার ৪৫৫ জন, কালিয়াকৈরে ১ হাজার ৯৩৬ জন, কালীগঞ্জে ১হাজার ৩৯০ জন এবং কাপাসিয়ায় ১হাজার ৬০২ জন রয়েছেন।

শিহাব খান/এমএসআর