খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের মানুষের জন্য ২১ কোটি ডোজ টিকার বিষয়ে চুক্তি হয়েছে। প্রতিদিনই দেশে করোনার টিকা আসছে। জনসাধারণকে টিকাগ্রহণ ও মাস্ক পরিধানে সচেতন করতে গণমাধ্যমে আরও বেশি প্রচারণা চালাতে হবে। 

সোমবার (০২ আগস্ট) বিকেলে নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ হল রুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যবিধি না মানলে করোনা ভয়াবহ রূপ নিতে পারে। করোনা জয় করতে প্রত্যেককেই যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। জনগণের মাঝে করোনা সচেতনতা  বৃদ্ধিতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে। 

এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যাতে করোনার টিকা নিয়ে বিভ্রান্তি ছড়াতে না পারে সে বিষয়ে প্রশাসনকে সজাগ থাকারও আহ্বান জানান।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মুহা. রুহুল আমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেকুর রহমান সরকার, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী বক্তব্য দেন। 

শামীনূর রহমান/আরএআর