রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে মো. সানি (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (২ আগস্ট) রাতে উপজেলার গোলান্দাইল বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। মো. সানি গোলাকান্দাইল বিজয়নগর এলাকার মিল্লাত হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার মিছির আলীর ছেলে মাহাফুজ ফেসবুকে সানিকে নিয়ে একটি স্ট্যাটাস দেয়। এ নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। আগে থেকেই মাহাফুজদের সঙ্গে সানির বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। সোমবার রাত ৮টার দিকে সানি তার সহযোগীদের নিয়ে গোলাকান্দাইল বেড়িবাঁধ এলাকায় মাহাফুজকে খুঁজতে বের হয়। এ সময় মাহাফুজের দুই সহযোগীকে আটক করে ফেলে সানি ও তার লোকজন। এ ঘটনার জেরে মাহাফুজ ও তার ভাই মাসুমসহ তাদের সহযোগীরা অস্ত্র নিয়ে এলাকায় পাল্টা মহড়া দেয়।
এক পর্যায়ে মাহাফুজ ও তার ভাই মাসুম সানিদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে মাহাফুজ ও মাসুমসহ প্রতিপক্ষের লোকজন রামদা ও চাপাতি দিয়ে সানিকে কুপিয়ে হত্যা করে। এ সময় হীরা, সায়েমসহ আরও তিনজনকে কুপিয়ে আহত করা হয়।
বিজ্ঞাপন
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলামিনসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন কিশোর গ্যাংয়ের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জেরে কয়েক দিন পরপরই ঘটছে হত্যার ঘটনা। এ ধরনের ঘটনা প্রতিরোধে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
মো. মাহবুবুর রহমান ভূঁইয়া/এসকেডি