খুলনায় টিকাকেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে যুবলীগ
খুলনায় করোনার টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে মহানগর যুবলীগ। খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহ্বায়ক শেখ শাহজালাল হোসেন সুজন এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পরে তারা নগর ও এর অন্তর্গত থানা, ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনার মধ্যে রয়েছে- প্রতিটি ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবকদের তালিকা তৈরি করে নগর যুবলীগের দফতর সেলে আগামী ৫ আগস্টের মধ্যে জমা দেবে। স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে বিনয়ের সঙ্গে সাধারণ মানুষ ও টিকাকেন্দ্রের কর্মকর্তাদের সাহায্য করবে।
বিজ্ঞাপন
স্বেচ্ছাসেবক হিসেবে কোনো প্রকার বিতর্কিত ও অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িতদের নাম দেওয়া যাবে না। যিনি কাজ করবেন তার নাম দেবেন, এর বিপরীত হলে ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক/সভাপতি ও যুগ্ম আহ্বায়ক/সাধারণ সম্পাদকদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সর্বোপরি, স্বেচ্ছাসেবকরা মহানগর যুবলীগ থেকে পাঠানো যুবলীগের লোগো ও মনোগ্রামসহ ব্যাজ ও শোকাবহ আগস্টের ব্যাজ ধারণ করে কাজ করবে।
উল্লেখ্য, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মো. মাঈনুল হোসেন খান ও প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের নির্দেশে খুলনা মহানগরীর ওয়ার্ড পর্যায়ে টিকাদান কর্মসূচিতে সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের স্বেচ্ছায় সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নগর যুবলীগ।
বিজ্ঞাপন
মোহাম্মদ মিলন/এসপি