ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, করোনা প্রতিরোধে টিকার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর অসামান্য দক্ষতায় আমরা আরও ২ কোটি ডোজ টিকা পাচ্ছি। জনগণের সুরক্ষার স্বার্থে আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন ৬০০ মানুষকে টিকা প্রদানের প্রস্তুতি নিচ্ছি আমরা।

তিনি বলেন, ওয়ার্ড পর্যায়ে টিকা প্রদান কার্যক্রমে আমাদের সফল হতে হবে। আমরা সমস্যায় পড়ে শিখতে চাই না, আমরা প্রস্তুতি নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে চাই।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে টিকা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে করণীয় বিষয়ে সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় অনলাইনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মসিক মেয়র ইকরামুল হক টিটু বলেন, ওয়ার্ড পর্যায়ের বুথগুলোয় নাগরিকরা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা নিতে পারবেন। তবে প্রতিটি ওয়ার্ডে দিনে ৬০০ মানুষের বেশি যেন টিকাকেন্দ্রে ভিড় না করেন এবং তাদের যেন ভোগান্তি না হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় মসিকের প্যানেল মেয়র ও অন্যান্য কাউন্সিলর, সচিব রাজীব সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব প্রমুখ যুক্ত ছিলেন।

উবায়দুল হক/এসকেডি