ফাইল ছবি

নোয়াখালীতে করোনা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন। এ সময় করোনা শনাক্ত হয়েছে ২৯৩ জন। যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ।

জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৩৩৯ জনে। এ সময় করোনা আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮৮ জনে।

সোমবার (২ আগস্ট) রাত সাড়ে ১১ টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, নোয়াখালীর ল্যাবে ৮৭৩ টি নমুনা পরীক্ষা করে ২৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ১০৯ জন, সুবর্ণচরে ৪ জন, বেগমগঞ্জে ৪৩ জন, সোনাইমুড়ীতে ২৭ জন,  চাটখিলে ২০ জন, হাতিয়ায় ৪ জন, সেনবাগে ৪০ জন, কোম্পানীগঞ্জে ৩৫ জন এবং কবিরহাটে ১১ জন রয়েছেন।

এ নিয়ে নোয়াখালীতে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৩৩৯ জন। যার মধ্যে সদরের ৫ হাজার ৬৯৪ জন আর বিভিন্ন উপজেলার ১০ হাজার  ৬৪৫ জন রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১৮৮ জনের। এর মধ্যে সদরের ৩৪ জন আর বিভিন্ন উপজেলার ১৫৪ জন রয়েছেন।

হাসিব আল আমিন/এসকেডি