সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (০২ আগস্ট) বেলা ১১টা থেকে মঙ্গলবার (৩ আগস্ট) বেলা ১১টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ ছাড়া নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ জন। শনাক্তের হার শতকারা ১৩ দশমিক ৪৭ শতাংশ।

এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৫৪ জন ও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন।

২৪ ঘণ্টায় মৃতরা হলেন- সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের জয়ন্তী কুমার (৪৫), তালা সদরের কাজী ফজলুল হক (৪১), পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের আমেনা বেগম (৬০) ও শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের আহম্মদ আলী (৮০)।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী রয়েছেন ১ হাজার ১২৯ জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩২ জন। হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৯৭ জন। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৮৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৭৫ জন। 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১২ জন পজিটিভ, বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকা চারজন মারা গেছেন। এ ছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ জন। নতুন করে ভর্তি হয়েছেন ৪২ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্তু কুমার জানান, জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। ২৪ ঘণ্টায় ৩০৪ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা হিসেবে শনাক্তের হার শতকরা ১৩ দশমিক ৪৭ শতাংশ।

আকরামুল ইসলাম/এসপি