আশুলিয়ায় শ্রমিকের রগ কাটল মাদক ব্যবসায়ীরা
সাভারের আশুলিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় জীম (১৪) নামের এক পরিবহনশ্রমিকের হাত-পায়ের রগ কেটে দিয়েছে মাদক ব্যবসায়ীরা। এ সময় তার ভাইকেও হত্যাচেষ্টা করা হয়। মঙ্গলবার (৩ আগস্ট) ভোরে আশুলিয়ার গাজিরচট এলাকার চারালপাড়ায় এ ঘটনা ঘটে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম।
বিজ্ঞাপন
আহত জিম ইসলাম রংপুর জেলার আব্দুল খালেকের ছেলে। সে দীর্ঘদিন ধরে তার ভাই মনিরের সঙ্গে আশুলিয়ার গাজিরচট এলাকার চারালপাড়ায় ভাড়া থেকে আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের সহকারী হিসেবে কাজ করছিলেন।
জীমের ভাই আহত মনির হোসেন বলেন, টিপু, সুজন, টেক্কা মনির, আনিস, ইউনুসরা ইয়াবা, গাঁজার ব্যবসা করেন। তাদের বিরুদ্ধে গত পরশু দিন কিছু কথা বলেছিলাম। আমরা দুই ভাই আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের বাসে ডিউটি করি। ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে মঙ্গলবার ভোরে তারা প্রায় ৩০ জন আমাদের গতিরোধ করে। তাদের সবার হাতে একটা করে দা ছিল। আমার গলায় দেশীয় অস্ত্র দিয়ে পোঁচ দেওয়ার চেষ্টা করলে আমি তাদের ধাক্কা দিয়ে দৌড় দেওয়ার চেষ্টা করি। পরে আমার কাঁধে ও পায়ে আঘাত করে।
বিজ্ঞাপন
এ সময় কোনোমতে জীবন নিয়ে পালাই। কিন্তু আমার ছোট ভাই জীম পালাতে পারেনি। সে মাটিতে পড়ে গেলে তার হাত ও পায়ের রগ কেটে দেয় টিপু, সুজন, টেক্কা মনির, আনিস, ইউনুস নামের মাদক ব্যবসায়ীরা। পরে স্থানীয়দের সহায়তায় ভাইকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করি। দুপুরে থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানান তিনি।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, এ ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাহিদুল মাহিদ/এনএ