চাঁদপুরে করোনা ওয়ার্ডে আরও ১১ জনের মৃত্যু
চাঁদপুরে ২৪ ঘণ্টায় সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টা থেকে মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। তারা সবাই করোনার উপসর্গে ভুগছিলেন।
চাঁদপুর সদর হাসপাতালের করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এসব তথ্য জানান।
বিজ্ঞাপন
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, চাঁদপুর সদরের রঘুনাথপুর এলাকার আবদুল লতিফ (৬৫), ফরিদগঞ্জের রূপসা বাজার সংলগ্ন ঘোড়াশাল এলাকার আয়েশা বেগম (৭০), চাঁদপুর সদরের দক্ষিণ বাগাদীর শাহিদা (৭০), বালিয়া এলাকার হোসনেয়ারা (৫৫), শহরের মেথা রোডের কালিপদ কর্মকার (৫৮), শাহরাস্তির হোসেনপুর এলাকার সুফিয়া খাতুন (৮৫), মতলব দক্ষিণের মাছুয়াখাল এলাকার শরিফ ঢালী (৬৫), হাজীগঞ্জের শ্রীপুর এলাকার আবদুল মজিদ (৯০), মতলব উত্তরের মান্দারতলী এলাকার আবদুস সোবহান (৯০), মতলব দক্ষিণের লামচরী এলাকার মনি রানী (৫৫), আশ্বিনপুর এলাকার মাকসুদা (৩৬)।
হাসপাতাল সূত্র আরও জানায়, এখন আর মৃত সবার নমুনাও সংগ্রহ করা হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকেই মৃতদের নমুনা সংগ্রহের প্রয়োজন নেই। তারপরও সম্ভাব্য কিছু রোগীর নমুনা সংগ্রহ করা হচ্ছে। বিশেষ করে উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর সবার নমুনা সংগ্রহ করা হয়। এরপর যারা মারা যান, তাদের রিপোর্ট জানা যায়। তবে মাত্রাতিরিক্ত রোগী ও দিন-রাত ব্যাপক মৃত্যুর কারণে সবার নমুনা সংগ্রহের সুযোগও নেই।
বিজ্ঞাপন
চাঁদপুর সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ বলেন, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৫৫৩ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৩ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৭ হাজার ৩৯ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ হাজার ৩৪১ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১০৩ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।
শরীফুল ইসলাম/এনএ