পাবনায় অবসরে যাওয়া ২৬ জন পুলিশ সদস্যকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানানো হয়েছে।  বিদায়ী সংবর্ধনা আর শুভেচ্ছা স্মারক উপহার দিয়ে সাজানো গাড়িতে তাদের বাড়িতে পাঠানো হয়। বিদায়বেলায় আবেগ আপ্লুত ছিলেন সবাই। 

সোমবার (০২ আগস্ট) দুপুরে পাবনা জেলা পুলিশে কর্মরত অবস্থায় অবসরে যাওয়া তিনজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ২৩ জন কনস্টেবলকে চাকরিজীবন শেষে একসঙ্গে বিদায় জানানো হয়। জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে তাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। চাকরিজীবনের শেষ সময়ে এমন বিদায় স্মৃতি হয়ে থাকবে সবার। 

অনুষ্ঠানের সভাপতি পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিদায়ী পুলিশ সদস্যদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেন। বিদায় সংবর্ধনা শেষে একসঙ্গে সবাই দুপুরের খাবার খান। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সিগ্ধ আখতার, জিন্নাহ আল মামুন, রোকনুজ্জামানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অবসরে যাওয়া শহিদুল ইসলাম নামে এক কনস্টেবল বলেন, সারাজীবন মানুষের জন্য, দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করেছি। বিদায়বেলায় এমন সংবর্ধনা আজীবন মনে থাকবে। 

অবসরে যাওয়া এএসআই ওমর আলী (সশস্ত্র) বলেন, বাংলাদেশ পুলিশে চার দশক চাকরি করে দেশ মাতৃকার সেবা করতে পেরে আমি গর্ববোধ করছি। আমাদের বিদায় সংবর্ধনা দেওয়ার জন্য পুলিশ সুপার স্যারকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আমাদেরকে প্রয়োজন হলে আমরা আপনাদের পাশে থাকব। বিদায়বেলায় এই আয়োজন প্রেরণা যোগাবে।

বিদায়ী পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, বাংলাদেশ পুলিশ আপনাদের কাছে ঋণী। ৪০ বছর আপনারা নানা অনুকূল-প্রতিকূল পরিস্থিতির মাঝে ব্যক্তিগত স্বার্থ উপেক্ষা করে দেশের সেবা করে গেছেন। আপনাদের যে কোনো সমস্যায় বাংলাদেশ পুলিশ পাশে থাকবে।

রাকিব হাসনাত/আরএআর