নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯১ জনে। এ সময় নতুন করে ২২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৫৬৮ জন।

মঙ্গলবার (০৩ আগস্ট) রাত সাড়ে ১১টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। তিনি জানান, নোয়াখালীর ল্যাবে ৭০৯ টি নমুনা পরীক্ষা করে ২২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ৫৭ জন, সুবর্ণচরে একজন, বেগমগঞ্জে ৫৩ জন, সোনাইমুড়ীতে ৪৭ জন, চাটখিলে ৩৩ জন, হাতিয়ায় তিনজন, সেনবাগে ৩৯ জন এবং কবিরহাটে ১৬ জন রয়েছেন।

নোয়াখালীতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৬৮ জন। যার মধ্যে সদরের ৫ হাজার ৭০১ জন আর বিভিন্ন উপজেলার ১০ হাজার ৮৬৭ জন রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১৯১ জনের। যার মধ্যে সদরের ৩৪ জন আর বিভিন্ন উপজেলার ১৫৭ জন।

হাসিব আল আমিন/এসপি