রংপুরে তিস্তা নদী গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শামীম মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকার মৌমিতা পরিবহন নামে একটি বাসের সহকারী (হেলপার) ছিলেন। আট দিন আগে (২৬ জুলাই) তিস্তা নদীতে নেমে নিখোঁজ হন তিনি।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চরগনাই গ্রামের পাশে জেগে ওঠা তিস্তার চর থেকে শামীমের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ জুলাই দুপুরে মৌমিতা পরিবহনের স্টাফরা মধুপুর ইউনিয়নের গোলজার বাজারে বাস রেখে তিস্তা নদীতে গোসল করতে নামেন। এ সময় নদীর তীব্র স্রোতে অন্যরা উঠতে পারলেও শামীম মিয়া পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে ওই দিন কাউনিয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৫ ঘণ্টা অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।

নিখোঁজের আট দিন পর মঙ্গলবার স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে চরে একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

ঈদুল আজহার আগের ঢাকা থেকে মৌমিতা পরিবহনে করে পোশাক কারখানার শ্রমিকদের নিয়ে কাউনিয়াতে আসেন শামীম মিয়া। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু ঈদ-পরবর্তী কঠোর বিধিনিষেধ ঘোষণায় আটকা পড়েন তারা। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান ঢাকা পোস্টকে জানান, স্থানীয় জেলেদের কাছ থেকে সংবাদ পাওয়ার পর চর থেকে লাশ উদ্ধার করা হয়।

ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর