সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার (৪ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন।

এক দিনে নতুন করে ভর্তি হয়েছেন ২৫ জন। এ নিয়ে জেলায় করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৫৭ জন ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন।

মৃতরা হলেন সাতক্ষীরা শহরের উত্তরকাটিয়া এলাকার ফিরোজা বেগম (৬৫), আমতলা এলাকার নমিতা (৭০) ও তালা উপজেলার গোনালী গ্রামের শশী দাস (৫১)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৮১ জন। এদের মধ্যে ১৭ জন করোনা পজিটিভ, ১৬৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আকরামুল ইসলাম/এমএসআর