ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে এক দিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৮ ও উপসর্গে ৬ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট মারা গেছেন ৪০৩ জন।

একই সময়ে ৪৯৮ নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৯৬ জনের। শনাক্তের হার ৩৯ দশমিক ৩৫। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ১৮ হাজার ৩০৭ জনের।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা যাওয়া ১৪ জনের মধ্যে ফরিদপুরের ৭, রাজবাড়ীর ২ ও মাদারীপুরের ২, শরীয়তপুরের ১, গোপালগঞ্জের ১ এবং নড়াইলের ১ জন মারা গেছেন।

জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ১৭৬ জনের মধ্যে আলফাডাঙ্গায় ৬, ভাঙ্গায় ৩, বোয়ালমারীতে ১০, নগরকান্দায় ৫, মধুখালীতে ২৫, সদরপুরে ৪৮, চরভদ্রাসনে ১১, সালথায় ৪ এবং ফরিদপুর সদরে ৬৪ জন রয়েছেন। বাকি ২০ জন র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে  শনাক্ত হয়েছে।

হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বুধবার (৪ আগস্ট) সকাল পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৩৩৮ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ২৩১ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫২ জন এবং সুস্থ হয়েছেন ৩৩ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪০৩ জন।

এমএসআর