চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মাপাড়ে বজ্রপাতে মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। একেকটি সূত্র থেকে মৃতের সংখ্যা নিয়ে একেক রকম তথ্য পাওয়া যাচ্ছে। বুধবার (০৪ আগস্ট) দুপুর ১২টার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা এলাকার পদ্মা ঘাটের অস্থায়ী ছাউনিতে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
এখন পর্যন্ত মৃত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন জমিলা (৫৮), তবজুল (৭০), আদল (৩৫), রফিকুল (৬০), লেচন (৫০), সজীব (২২), টকি বেগম (৩০), আলম (৪৫), পাতু (৪০), সহবুল (৩০), বেলি বেগম (৩২), বাবলু (২৬), মোৗসুমী (২৫), টিপু সুলতান (৪৫), বাবু (২০), অসিকুল ইসলাম ডাকু (২৪)।
বিজ্ঞাপন
এদের মধ্যে মৃত রফিকুল শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণপাকা এলাকার বাসিন্দা। অন্যদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
বজ্রপাতে ১২ জন আহত হয়েছেন। তারা উপজেলা হাসপাতাল, জেলার সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
জানা গেছে, বৃষ্টির কারণে ওই সময় সেখানে নারী ও শিশুসহ ৫৫ জন আশ্রয় নিয়েছিলেন। এদের অধিকাংশই সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা। বউভাতের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তারা।
বাজপড়া ছাউনির অদূরে পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন মাস্টারের বাড়ি। বজ্রপাতের পর হতাহতদের প্রথমে তার বাড়িতেই নেওয়া হয়।
ইসমাইল হোসেন মাস্টার জানান, তিনি ২০ জনের মরদেহ দেখেছেন। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন। তাদের সেবা-শুশ্রূষার পর তিনি নিজেই হাসপাতালে পাঠিয়েছেন।
তবে হাসপাতালে ১৪ জনকে পৌঁছে দেওয়ার তথ্য জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দফতরের উপ-সহকারী পরিচালক ছাবের আলী প্রামাণিক। তিনি বলেন, হতাহতদের উদ্ধার করে দমকল কর্মীরা হাসপাতালে পৌঁছে দেন। তারা ১৪ জনের মরদেহ হাসপাতালে পৌঁছে দিয়েছেন।
তবে বজ্রপাতের পরপরই ঢাকা পোস্টকে ১৬ জনের মৃত্যুর তথ্য জানান শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন। তিনি জানান, নৌকাটি দক্ষিণ পাঁকা গ্রামের ঘাটে এসে পৌঁছার পরপরই বজ্রপাতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এতে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বজ্রপাতে ১৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বি। তার ভাষ্য, বজ্রপাতে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে ১৬ জন চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা।
একজনের বাড়ি শিবগঞ্জ উপজেলায়। খবর পেয়ে দ্রুত তিনি ঘটনাস্থলে পৌঁছান। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান ইউএনও। তবে এই ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালে আহতদের দেখতে এসে সাংবাদিকদের জানিয়েছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
তিনি বলেছেন, হাসপাতালে পাওয়া তথ্য থেকে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। হতাহতদের বিষয়ে খোঁজ নিচ্ছে জেলা প্রশাসন।
ফেরদৌস/জাহাঙ্গীর/এমএসআর